বিতর্কিত ইসলামিক বক্তা ড. জাকির নায়েকের বাংলাদেশ সফর প্রসঙ্গে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, কোনো বিদেশি অতিথি দেশে প্রবেশ করবেন কি না, সেটি সম্পূর্ণ নির্ভর করে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির ওপর।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ড. জাকির নায়েককে যারা বাংলাদেশে আনতে চাচ্ছেন, তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছে। আমি স্পষ্ট জানিয়েছি এটি ধর্ম উপদেষ্টা হিসেবে আমার এখতিয়ারের বিষয় নয়। এটি দেখভাল করবে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
তিনি আরও বলেন, বিদেশ থেকে কেউ দেশে এলে সেটা সরকারের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়। এ ক্ষেত্রে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। তারা অনুমতি দিলে তিনি আসবেন, না দিলে আসবেন না। আমার ব্যক্তিগত মতামত এখানে প্রাসঙ্গিক নয়।
সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা শুরু হলে এ বিষয়ে সরকারী মহলে নানা জল্পনা তৈরি হয়। তবে এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা ইতোমধ্যেই জানিয়েছেন, এখন পর্যন্ত সরকারিভাবে তিনি কোনো তথ্য পাননি।
ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেন, আমাদের দেশে অতিথি এলে আমরা সম্মান দিই, কিন্তু সিদ্ধান্ত নিতে হয় রাষ্ট্রীয় পর্যায়ে। আমার পছন্দ বা অপছন্দে কোনো পরিবর্তন আসবে না। সরকারের প্রয়োজন ও নিরাপত্তা বিবেচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।