গ্যাসের রিটেল বাজারে হঠাৎ দাম বৃদ্ধি রোধে ব্যাংক ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘বাংলাদেশে এলপিজি : অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তা’ শীর্ষক পলিসি কনক্লেভে তিনি বলেন, “ডলার ওঠানামা, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা ও সাপ্লাই চেইনের জটিলতা খুচরা বাজারে হঠাৎ চাপ সৃষ্টি করে। কিন্তু ব্যাংক ও ব্যবসায়ী মিলে আগাম পরিকল্পনা করলে এই ধাক্কা কমানো সম্ভব।”
তিনি জানান, গ্যাস খাত বর্তমানে বছরে ২০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। ব্যাংকের উদ্যোগে প্রাইসিংয়ে সহায়তা ও ক্রেতা পর্যায়ের অনিশ্চয়তা কমানো সম্ভব। তিনটি প্রধান চ্যালেঞ্জ—ডলার ফ্লাকচুয়েশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, এবং আন্তর্জাতিক ফ্রেট খরচ বৃদ্ধিকে মোকাবিলা করতে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
আলী রেজা ইফতেখার বলেন, “আগেভাগেই নির্দিষ্ট দামে বুকিং দিলে আন্তর্জাতিক বাজারের প্রভাব কমানো যায়। এতে সরকারের ওপরও চাপ কমে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বিশেষ অতিথি বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান এবং বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ উপস্থিত ছিলেন।