ভারতের ইমিগ্রেশন বিভাগ ঘোষণা করেছে, বিদেশি যাত্রীদের ভারতে প্রবেশের আগে ডিজিটাল অ্যারাইভাল কার্ড (ডিএসি) পূরণ করা বাধ্যতামূলক। বিমান, সড়ক বা রেল যেকোনো মাধ্যমে ভারতে প্রবেশের আগে অনলাইনে বা ফিজিক্যাল ফরমে তথ্য পূরণ করতে হবে।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন বাংলাদেশে ফ্লাইট পরিচালনাকারী বিমান বাংলাদেশ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সকে বিষয়টি জানিয়েছে। ১ অক্টোবর ২০২৫ থেকে নতুন নিয়ম কার্যকর হবে। যাত্রীরা চাইলে যাত্রার ৭২ ঘণ্টা আগে অনলাইনে (indianvisaonline.gov.in/earrival) ফরম পূরণ করতে পারবেন।

ফরমে যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর, জাতীয়তা, ভারতে প্রবেশের তারিখ, সর্বশেষ ভ্রমণ করা দেশ, ভারতে থাকার ঠিকানা, ই-মেইল, বাংলাদেশি নম্বর ও জরুরি যোগাযোগের নম্বর উল্লেখ করতে হবে।

ব্যুরো অব ইমিগ্রেশন জানিয়েছে, নতুন এই ব্যবস্থা ইমিগ্রেশন প্রক্রিয়া দ্রুত করবে এবং যাত্রীদের সময় বাঁচাবে। সুবিধার জন্য শুরুতে ছয় মাস পর্যন্ত কাগজভিত্তিক ফরমও গ্রহণ করা হবে।

ঢাকা থেকে ভারত নিয়ে ফ্লাইট চলাচল করে চেন্নাই, কলকাতা, দিল্লি, হায়দ্রাবাদ ও মুম্বাই রুটে, যেগুলো পরিচালনা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো।