প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভন ও বিদেশে পাঠানোর আশ্বাসে ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. রাজিব খান ওরফে ঈশান (২৮) নামের এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার (১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ঈশানকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রীসপ্রবাসী পরিচয়ে প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুক্তভোগী সুমাইয়া সুলতানার সঙ্গে পরিচয় হয় ঈশানের। সময়ের সঙ্গে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে এবং ঈশান বিয়ের প্রস্তাব দেন। পরে তিনি সুমাইয়ার পরিবারের সঙ্গেও যোগাযোগ স্থাপন করেন।

একপর্যায়ে সুমাইয়ার ছোট ভাই ও বোনের দেবরকে নিজ খরচে গ্রীসে পাঠানোর আশ্বাস দেন ঈশান। তার কথামতো সুমাইয়া পাসপোর্টসহ প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করেন। এরপর বিদেশে পাঠানোর নামে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং বিকাশে বিভিন্ন সময়ে আরও ৪ লাখ টাকা নেন ঈশান।

দেশে ফিরে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তিনি গত ৬ অক্টোবর বাংলাদেশে আসেন। কিন্তু দেশে এসে আবারও সুমাইয়ার ভাইকে বিদেশে পাঠানোর অজুহাতে অতিরিক্ত টাকার দাবি করেন। পরে ৮ অক্টোবর দুপুরে মোহাম্মদপুরের শ্যামলী স্কয়ার শপিং মলে দেখা করে নগদ ৫ লাখ টাকা নেন এবং এরপর সুমাইয়ার সঙ্গে সব যোগাযোগ বন্ধ করে দেন।

ঘটনা বুঝে প্রতারণার শিকার হয়েছেন বুঝতে পেরে সুমাইয়া ১৭ অক্টোবর মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। মামলার পর গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পুলিশ রোববার মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাজিব খান ওরফে ঈশানকে গ্রেপ্তার করে।

পুলিশ জানিয়েছে, ঈশানের বিরুদ্ধে একাধিক প্রতারণার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।