পাবনার ঈশ্বরদীতে এক কোটি ৩০ লাখ টাকাসহ নিখোঁজ হয়েছেন জনতা ব্যাংক পিএলসি পাকশী শাখার ব্যবস্থাপক খালেদ সাইফুল্লাহ। রবিবার দুপুর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না, যা নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনে তোলপাড় শুরু হয়েছে।

পুলিশ ও ব্যাংক সূত্রে জানা যায়, ওইদিন দুপুরে খালেদ সাইফুল্লাহ আনসার সদস্য মাহবুব আলমকে সঙ্গে নিয়ে করপোরেট শাখা থেকে এক কোটি টাকা এবং দাশুড়িয়া শাখা থেকে আরও ৩০ লাখ টাকা তুলে প্রাইভেটকারে রওনা হন। ঈশ্বরদী পৌর এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছে আনসার সদস্যকে নামিয়ে দিয়ে তিনি একাই গাড়ি নিয়ে চলে যান। এরপর থেকে তাঁর কোনো খোঁজ মেলেনি।

সহকারী মহাব্যবস্থাপক মো. মোহছানাতুল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বলছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে ম্যানেজার নিজেই অর্থ আত্মসাতের উদ্দেশ্যে উধাও হয়েছেন।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “আমরা বিষয়টি তদন্ত করছি এবং দুর্নীতি দমন কমিশনকেও অবহিত করা হয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ বলছেন এটি নিখোঁজের ঘটনা, আবার কেউ সন্দেহ করছেন বড় ধরনের আর্থিক অনিয়মের। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত রহস্যের জট খুলছে না।