পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন,“শুধু সরকারের উদ্যোগে নয়, নাগরিক সমাজ, শিল্প উদ্যোক্তা ও পরিবেশকর্মীদের সমন্বিত প্রচেষ্টাতেই শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত করা সম্ভব।”
শনিবার (২৫ অক্টোবর) গাজীপুরের কাপাসিয়ার ধাঁধার চরে “নদী বাঁচাও, জীবন বাঁচাও” স্লোগানে আয়োজিত দিনব্যাপী নদী ও পরিবেশকর্মীদের অনুপ্রেরণামূলক মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রিজওয়ানা হাসান জানান, নারায়ণগঞ্জ ও গাজীপুর অঞ্চলে শিল্পবর্জ্যের কারণে শীতলক্ষ্যা ভয়াবহভাবে দূষিত, যা নদীর প্রাণবৈচিত্র্য ধ্বংস করছে এবং পার্শ্ববর্তী এলাকার পরিবেশের ভারসাম্য বিপন্ন করছে।
তিনি বলেন, “নদী বাঁচলে পরিবেশও টিকে থাকবে। দূষণ রোধ করা গেলে নদী আবার তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাবে এবং জলজ প্রাণীরাও বাঁচবে।”
মিলনমেলায় অংশ নেন সুইডেন এম্বাসির জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বিভাগের প্রধান ও ফার্স্ট সেক্রেটারি নায়োকা মার্টিনেস বেক্সস্ট্রম, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সোলায়মান হায়দার, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশ্বের হোসেন, বিআইডব্লিউটিএ’র পরিচালক একেএম আরিফ উদ্দিন, বাপা’র সাধারণ সম্পাদক আলমগীর কবির, এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।
উৎসবমুখর নদীযাত্রা শেষে উপস্থিত সবাই নদী বাঁচাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ই