ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, অনলাইন জুয়া ও বেটিং প্রতিরোধে মোবাইল আর্থিক সেবাদানকারী (এমএফএস) অ্যাকাউন্টের একটি তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি, জুয়ার বিজ্ঞাপন প্রচারিত পোর্টালগুলো পর্যায়ক্রমে বন্ধ করা হবে।
২১ অক্টোবর মঙ্গলবার, বিটিআরসি ভবনে অনলাইন জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সাইট বন্ধে অংশীজনের সমন্বয় সভায় তিনি জানান, এ বছরের মে মাস থেকে ইতোমধ্যে ৪৮২০টি এমএফএস অ্যাকাউন্ট এবং ১৩৩১টি জুয়া সংশ্লিষ্ট পোর্টাল বন্ধ করা হয়েছে। এসব কার্যক্রম বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও বিটিআরসির সহযোগিতায় পরিচালিত হচ্ছে।
তিনি বলেন, অপরাধীরা নতুন সাইট খুলে বা অ্যাপভিত্তিক জুয়া চালু করে প্রতারণা চালিয়ে যাচ্ছে, এজন্য আইনশৃঙ্খলা বাহিনী ও মোবাইল অপারেটরদের আরও সক্রিয় হতে হবে। মোবাইলে অনাকাঙ্ক্ষিত পপ-আপ বিজ্ঞাপন বন্ধ করার জন্য ‘প্যাকেট কোরে পপ-আপ ব্লক’ বন্ধের উদ্যোগ নিতে হবে।
ফয়েজ আহমদ তৈয়্যব আরও জানান, আগামী নভেম্বর মাসে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার চালু হবে। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী ও বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারীসহ অন্য প্রতিনিধিরাও বক্তব্য দেন।
তথ্য প্রযুক্তির ব্যবহার ও তরুণদের মানসিকতা পরিবর্তনের মাধ্যমে অনলাইন জুয়া প্রতিরোধে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।