মাদারীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মঙ্গলবার (২১ অক্টোবর) ইজিবাইকচালক মো. সাজ্জাদ হোসেন খানকে ফাঁসির আদেশ দিয়েছে। একই সঙ্গে ১০ লাখ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ১৩ জুলাই মাদারীপুর শহরের পূর্ব খাগদী এলাকার একটি পরিত্যক্ত পুকুর থেকে দীপ্তির মরদেহ উদ্ধার হয়। অভিযুক্ত সাজ্জাদ তাকে জোরপূর্বক নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যা করেন এবং মরদেহ পুকুরে ফেলে দেন।
দীপ্তির বাবা মজিবর ফকির বলেছেন, “আমার মেয়ের হত্যাকারী আইনের আওতায় এসেছে। ন্যায়বিচার পেয়েছি।” মামলার সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শরীফ সাইফুল কবির জানিয়েছেন, “দীর্ঘ ছয় বছরের বিচারিক কার্যক্রম শেষে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। এটি ছিল অত্যন্ত নৃশংস মামলা।”
উল্লেখ্য, সাজ্জাদ ১৯৯২ সালে শিশু হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন এবং ২০১১ সালে মুক্তি পেয়েছিলেন।