চব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার দিন আজ নির্ধারিত হতে পারে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে প্রসিকিউশন জানায়, বৃহস্পতিবারই (২৩ অক্টোবর) রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে।
মামলাটিতে মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন শহীদ আবু সাঈদের পিতা ও জুলাই আন্দোলনের নেতা নাহিদ ইসলামসহ বিশিষ্ট ব্যক্তিরা। রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, “এটি দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা। আজ রায় ঘোষণার মাধ্যমে ঐতিহাসিক এক অধ্যায়ের সমাপ্তি ঘটতে পারে।”
উল্লেখ্য, শেখ হাসিনার বিরুদ্ধে আরও দুটি মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে একটি গুম–খুনের অভিযোগে, অন্যটি ২০১৩ সালের শাপলা চত্বরে হত্যাকাণ্ডের ঘটনায়।

ইএফ/