ঢাকার আফতাবনগর এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মো. আজাদ মিয়া নামে ২০ বছরের এক যুবক। ২৬ সেপ্টেম্বর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

আজাদের চাচা দুলাল মিয়া জানান, আজাদের বাবা আলমগীর হোসেন মারা যান ৯ দিন আগে। এরপর তিনি আজাদকে কুমিল্লার চান্দিনা থেকে ঢাকায় নিয়ে আসেন কিছু কাজ শেখানোর উদ্দেশ্যে। তবে শুক্রবার দোকানের বাইরে কয়েক মিনিট না থাকার সুযোগে আজাদ নিখোঁজ হয়ে যান।

আজাদ কথা বলতে পারেন, তবে স্পষ্টভাবে নয়। নিজের ও বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেন না। ফলে পরিবার ধারণা করছে, সে হয়তো কুমিল্লায় ফেরার চেষ্টা করতে গিয়ে পথ হারিয়ে গেছে।

আজাদের পরিবারে মোট ৬ ভাইবোন, যার মধ্যে ৪ ভাই এবং ২ বোন। দুর্ভাগ্যজনকভাবে আজাদের তিন ভাইও প্রতিবন্ধী। মা থাকেন গ্রামের বাড়িতে।

নিখোঁজের ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

আজাদকে খুঁজে পেলে ০১৬৩৮২২৬৩৭৩ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছে পরিবার।