রাজধানীর মোহাম্মদপুরে শুক্রবার সকালে একদল লোক পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে মারধর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত হয়েছেন গৃহকর্ত্রী মাকসুদা আক্তার মুক্তা ও তার দুই ছেলে সাইফুল হাসান ও সিফাত হাসান।
মুক্তা বলেন, “সকাল ৮টার দিকে কয়েকজন মুখোশধারী লোক আমাদের গেট ভেঙে ঘরে ঢোকে। বাধা দিলে ছেলেদের মারধর করে এবং ট্রাক ভরে বাসার আসবাবপত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যায়।”
তিনি আরও জানান, ঘটনাটি জমি সংক্রান্ত বিরোধের সঙ্গে যুক্ত।
৯৯৯-এ কল করলে পুলিশ এসে আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি করে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ বলেন, “এটি মূলত জমি নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটেছে। তদন্ত চলছে, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
ভুক্তভোগী পক্ষ অভিযোগে ১০ জনের নাম উল্লেখ করেছে, যাদের মধ্যে রেজাউল করিম সুজন, রাইসুল আসাদ, রাসেদা বেগমসহ অনেকে রয়েছেন।