বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা মুন্না মিরাজকে ঘিরে বিতর্ক তীব্র হচ্ছে। নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি থাকা এবং রাজনৈতিক দলবদলের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
সূত্র জানায়, তিনি বর্তমানে বিসিবির গুরুত্বপূর্ণ শাখা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম)-এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মিরপুর থানার ওসি সাজ্জাদ রোমান বলেন, “মুন্না মিরাজের বিরুদ্ধে তদন্ত চলছে। বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় তার নাম এজাহারনামীয় আসামি হিসেবে রয়েছে।”
এক সাবেক ক্রিকেট কর্মকর্তা বলেন, “বিসিবিতে রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিদের অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে।”
বিভিন্ন রাজনৈতিক সূত্র জানিয়েছে, মুন্না অতীতে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী ছিলেন এবং দলীয় অনুষ্ঠানে অর্থ সহায়তাও দিতেন। জুলাই–আগস্টের ছাত্র হত্যাকাণ্ড মামলায়ও তার নাম রয়েছে।
এদিকে ৫ আগস্টের পর থেকেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে ভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা। এতে বিস্ময় প্রকাশ করেছেন ক্রীড়া বিশ্লেষকরা।
বিসিবির ভেতরের একাধিক সূত্র জানায়, সদ্য নির্বাচিত কয়েকজন পরিচালকও এখন এই কর্মকর্তার পরামর্শে সিদ্ধান্ত নিচ্ছেন, যা বোর্ডের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে।
বিসিবি কর্মকর্তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ও হত্যা মামলার সংশ্লিষ্টতার অভিযোগ
বিসিবির দায়িত্বশীল কর্মকর্তা মুন্না মিরাজের রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে বিতর্ক
