চার বছরের শিশু রাইসা মনির ওপর নৃশংস নির্যাতনের ঘটনায় সামাজিক ও মানবিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা জজ আদালতের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল খান রাইসার খালা শাহানাজ বেগমের পক্ষে মামলা দায়ের করেন।
আসামি করা হয়েছে শিশুটির বাবা রাকিব হোসেন ও সৎ মা কলি বেগমকে। আদালত অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।
৫ অক্টোবর ঢাকা পোস্টে ‘বাবা-সৎ মায়ের হাতে চার বছরের শিশুর ওপর নির্যাতন’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি আলোচনায় আসে। প্রতিবেদন দেখে আইনজীবী ও সাধারণ মানুষ রাইসার পাশে দাঁড়ায়। অ্যাডভোকেট ফয়সাল খান ঘোষণা দেন, শিশুটির মামলায় তিনি বিনা পারিশ্রমিকে লড়বেন।
রাইসার খালা শাহানাজ বেগম জানান, রাইসার জন্মদাতা রাকিব আগে তার বোন সুমাইয়াকে নির্যাতন করতেন, যার ফলে সুমাইয়ার মৃত্যু হয়। পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী কলি বেগমের সঙ্গে রাকিব শিশুটিকে নির্যাতন করতেন।
১ অক্টোবর বিকেলে রাকিব রাইসাকে খালার বাড়ি থেকে নিয়ে যান, পরদিন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। মাথায় ও শরীরে জখমের চিহ্ন ছিল। চিকিৎসকরা জানান, শিশুটির মাথার হাড় ফেটে রক্ত জমাট বেঁধেছে।
মামলা নিতে অনীহা দেখালে খালা আদালতের শরণাপন্ন হন। এখন রাইসা খালার তত্ত্বাবধানে রয়েছে। সমাজের বিভিন্ন শ্রেণির মানুষ শিশুটির চিকিৎসা ও ন্যায়ের দাবিতে একাত্মতা প্রকাশ করছে।