চট্টগ্রামের চান্দগাঁও এলাকায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের মামলায় অনলাইন মাদরাসার পরিচালক রিয়াদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া রিয়াদ হাসান সুনামগঞ্জ জেলার রহমতপুর বিরামপুর এলাকার আবু বকর মিয়ার ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের খাজা রোড, বলির হাট পাক্কা দোকান এলাকায় বসবাস করছিলেন এবং ‘বাংলাদেশ অনলাইন মাদরাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করছিলেন।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, “স্ত্রীর করা যৌতুকের মামলায় আদালতের পরোয়ানা অনুযায়ী রিয়াদ হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।”
মামলার এজাহারে বলা হয়, ২০২৩ সালের ১৪ ডিসেম্বর রিয়াদ হাসান ও ওই তরুণীর বিয়ে হয়। দেনমোহর নির্ধারিত ছিল ২০ লাখ টাকা, যার মধ্যে ৩ লাখ টাকা পরিশোধ করা হলেও বাকি ১৭ লাখ বকেয়া থাকে। পরবর্তী সময়ে রিয়াদ নিয়মিত যৌতুক দাবি করে স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, রিয়াদ তার প্রতিষ্ঠানের কাজে বিভিন্ন নারীর সঙ্গে আপত্তিকর যোগাযোগ রাখতেন। বিষয়টি জানতে পেরে প্রতিবাদ করলে স্ত্রীকে মারধর করা হয় এবং ১০ লাখ টাকা না আনলে ‘ঘরে জায়গা হবে না’ বলে হুমকি দেওয়া হয়। অবশেষে এক রাতে তাকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। পরে ভুক্তভোগী বাবার বাড়ি আশ্রয় নেন এবং মামলা দায়ের করেন।