প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম শুক্রবার সকালে ফলাফল ঘোষণা করেন। ভিপি পদে মোস্তাকুর রহমান (জাহিদ) ১২ হাজার ৬৮৭ ভোটে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ নূর উদ্দীন (আবীর) পান ৩ হাজার ৩৯৭ ভোট।

এজিএস পদে এস এম সালমান সাব্বির ৬ হাজার ৯৭৫ ভোটে বিজয়ী হন। জিএস পদে আধিপত্যবিরোধী ঐক্যের সালাহউদ্দিন আম্মার ১১ হাজার ৪৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

ক্রীড়া সম্পাদক নির্বাচিত হয়েছেন জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় নার্গিস খাতুন, আর বিজ্ঞান সম্পাদক হয়েছেন স্বতন্ত্র প্রার্থী তোফায়েল আহমেদ (তোফা)।

রাকসু নির্বাচনে ১০টি প্যানেলের ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটার সংখ্যা ছিল ২৮ হাজার ৯০১; ভোট পড়ে ৬৯ দশমিক ৮৩ শতাংশ।

বিশ্ববিদ্যালয়জুড়ে শিবির প্যানেলের বড় জয়কে ‘ঐতিহাসিক প্রত্যাবর্তন’ হিসেবে দেখছেন পর্যবেক্ষকেরা।