রাজশাহী কলেজ সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৭ অক্টোবর) আনুমানিক সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে রাজশাহী কলেজ সমাজকর্ম বিভাগ গভীর শোক প্রকাশ করেছে। বিভাগের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, ‘ড. মো. আব্দুর রহমান স্যারের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জানাই আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করেন।’
বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ পুরো রাজশাহী কলেজ পরিবার তাঁর মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজের সময় ও স্থান পরে জানানো হবে।
রাজশাহী কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রহমান আর নেই
স্থান
রাজশাহী