বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় শাহাদাৎবার্ষিকী উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং জাতীয়তাবাদী ছাত্রদল পৃথকভাবে এ আয়োজন করে শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
রবিবার (৭ অক্টোবর) বাদ মাগরিব রাজশাহী কলেজ কেন্দ্রীয় মসজিদে ‘নিপীড়ন বিরোধী দিবস’ ও ভারতীয় আধিপত্য বিরোধী আন্দোলনের শহীদ আবরার ফাহাদকে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর শাখার সভাপতি শামীম উদ্দিন, এবং সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ইমরান নাজির।
আলোচনা সভায় বক্তারা বলেন,“আবরার ফাহাদ ছিলেন সাহসী এক কণ্ঠস্বর, যিনি অন্যায়ের প্রতিবাদে কলম ধরেছিলেন। তাঁর ত্যাগ ও অবস্থান আজও তরুণ সমাজের প্রেরণার উৎস হয়ে আছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান, সেক্রেটারি মোশাররফ হোসেন, এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। সভা শেষে আবরার ফাহাদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এর আগে একই দিন বাদ যোহর রাজশাহী কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ আবরার ফাহাদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। এ আয়োজন ছিল ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ।
মিলাদে বক্তারা বলেন,“আবরার ফাহাদ সত্য ও ন্যায়ের পথে হাঁটার যে দৃষ্টান্ত রেখে গেছেন, তা ছাত্রসমাজের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”
দোয়া মাহফিলে আবরারের রূহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশের ছাত্রসমাজকে তার আদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে রাজশাহী কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদকে তার নিজের আবাসিক হলে পিটিয়ে হত্যা করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের সঙ্গে চুক্তির সমালোচনা করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে, যা সারাদেশে তীব্র প্রতিবাদের জন্ম দেয়।