রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখক ও রাজনীতিবিদ বদরুদ্দীন উমরকে স্মরণে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ অক্টোবর) বিকেল ৫টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ এবং সঞ্চালনা করেন উত্তরণ প্রকাশের প্রকাশক মহব্বত হোসেন।

WhatsApp Image 2025-10-01 at 08.45.31

সভায় আলোচনা করেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, ইতিহাসবিদ মাহবুব সিদ্দিকী, আইন ও ভূমি প্রশাসন বিভাগের অধ্যাপক শাহরিয়ার পারভেজ, রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী বিভাগের সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, সিনিয়র নাগরিক আব্দুল মতিন ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল।

প্রধান আলোচনায় ড. ইফতিখারুল আলম মাসউদ বলেন, বদরুদ্দীন উমর ভয়হীনভাবে বস্তুনিষ্ঠ ইতিহাস রচনা করেছেন এবং নিপীড়িত জনগণের পক্ষে রাজনৈতিক সংগ্রাম গড়ে তুলেছেন। আওয়ামী লীগের ইতিহাস বিকৃতির বিরুদ্ধে তিনি সত্য তুলে ধরেছেন এবং মুক্তিযুদ্ধে জনগণের প্রকৃত অংশগ্রহণকে সামনে এনেছেন।

ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারওয়ার বলেন, উমর একজন গবেষক হিসেবে আর্কাইভাল সোর্স ব্যবহার করে বস্তুনিষ্ঠ ইতিহাস চর্চা করেছেন এবং কৃষক-শ্রমিকের ভূমিকাকে কেন্দ্র করে আন্দোলনের গুরুত্ব তুলে ধরেছেন।

সভায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ বদরুদ্দীন উমরের শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার এবং উজান সাহিত্য পত্রিকা