জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ঘাস কাটার মেশিনের ব্লেড ছিটকে মাথায় ঢুকে গুরুতর আহত হয়েছেন ২৬ বছর বয়সী সুমন মিয়া। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে কেন্দ্রীয় খেলার মাঠে এই দুর্ঘটনা ঘটে।
সুমন সাতক্ষীরা জেলার বাসিন্দা। তিনি বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে একটি স্টলে কাঁকড়া ফ্রাই বিক্রি করছিলেন। দুর্ঘটনার পর তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর থেকে জাবিতে তিন দিনব্যাপী নাইট ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। শনিবার ছিল খেলার শেষ দিন। মাঠ প্রস্তুতির কাজ শেষে হাতে সময় থাকায় ঘাস কাটার মেশিন ব্যবহার করা হয়েছিল। মেশিনটি মাটিতে থাকা একটি ইটে লেগে ব্লেড ভেঙে যায় এবং সেটি সুমনের মাথায় আঘাত হানে।
স্টলে থাকা নাদিয়া মীম জানান, “ব্লেড আঘাত করলে সুমন স্টলে পড়ে যান। প্রথমে ভয়ে কেউ তাকে ওঠাতে পারছিল না। পরে মোটরসাইকেলে তুলে হাসপাতালে পাঠানো হয়।”
ঘটনার পর স্পোর্টস ক্লাবের সভাপতি আরশাদ হাবিব বিশাল জানান, খবর পেয়ে দ্রুত মোটরযোগে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক নাসরিন বেগম বলেন, সুমনের মাথায় অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে আশঙ্কামুক্ত নয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আজিজুর রহমান জানিয়েছেন, মাঠে স্টল দেওয়ার কোনো আবেদন তারা পাননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, খেলার জন্য উপাচার্যের অনুমতি ছিল, তবে স্টল সংক্রান্ত বিষয়ে স্পষ্ট তথ্য নেই।
ইএফ/