বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত ফল অনুযায়ী, গত বছরের তুলনায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থী কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন।
ঢাকা বোর্ডে এবার সর্বাধিক ২৬,০৬৩ জন জিপিএ–৫ পেয়েছেন। রাজশাহীতে ১০,১৩৭, দিনাজপুরে ৬,২৬০, চট্টগ্রামে ৬,০৯৭, যশোরে ৫,৯৯৫, কুমিল্লায় ২,৭০৭, ময়মনসিংহে ২,৬৮৪, বরিশালে ১,৬৭৪, সিলেটে ১,৬০২ এবং কারিগরি বোর্ডে ১,৬১০ জন জিপিএ–৫ অর্জন করেছেন।
মাদ্রাসা বোর্ডে জিপিএ–৫ পেয়েছেন ৪,২৬৮ জন। শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ হলেও বোর্ডভেদে পার্থক্য রয়েছে।