রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোছা. সায়মা হোসেনের মৃত্যু তদন্তে গঠিত কমিটির রিপোর্ট আজ (বৃহস্পতিবার) প্রকাশ হওয়ার কথা থাকলেও তা এখনও প্রকাশিত হয়নি। বিষয়টি নিয়েই সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে নেমেছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। তারা টায়ার জ্বালিয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করেছেন।

শিক্ষার্থীরা জানান, তুমি কে, আমি কে, সায়মা সায়মা, বিচার চাই, সায়মার হত্যার বিচার চাই, “আমার বোন মরলো কেন, প্রশাসন জবাব দে” এসব স্লোগান দেওয়ার মাধ্যমে তারা সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছেন।

তদন্ত কমিটি প্রশাসনের নির্দেশে তিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। তবে সময়সীমা পার হওয়ার পরও রিপোর্ট প্রকাশ হয়নি। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, জুলাই আন্দোলনের পর প্রশাসন যদি শিক্ষার্থীবান্ধব হয়, তবে সুষ্ঠু প্রতিবেদন প্রকাশ করা উচিত।

সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. সোহাগ হোসেন বলেন, “আজ সায়মার মৃত্যুর সুষ্ঠু তদন্ত প্রতিবেদন পাওয়া দরকার ছিল। প্রশাসন ৭২ ঘণ্টার সময় দিয়েছিল, কিন্তু তা শেষ হয়ে গেলেও কোনো প্রতিবেদন আসেনি। আমরা আমাদের দাবি আদায়ে একত্রিত হয়েছি এবং ইনশাআল্লাহ এটি আদায় করব।”

অন্য শিক্ষার্থী অভিযোগ করেন, প্রশাসন নিজেই সময় নির্ধারণ করেছে, তারপরও প্রতিবেদন প্রকাশ হয়নি। তারা দাবি করেছেন, সঠিক তদন্ত রিপোর্ট দেওয়া হোক, কোনো পক্ষপাত বা দায় এড়িয়ে যাওয়ার চেষ্টা না করা হোক। যারা দায়িত্বে অবহেলা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া, সায়মার পরিবারকে এককালীন আর্থিক সহায়তা এবং তার ভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরির ব্যবস্থা করার দাবি তুলেছেন।

উল্লেখ্য, কুষ্টিয়ার বাসিন্দা সায়মা হোসেন গত রোববার (২৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটার সময় ডুবে যান। তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় শিক্ষার্থীরা রাতেই ভিসির বাসভবন ঘেরাও করে ৭২ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করেছিলেন।