শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের তিন শিক্ষার্থী নিয়ে গঠিত দল ‘ইকো জেনেসিস’ যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য American Concrete Institute (ACI) Egg Protection Device Competition 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। তবে ফান্ডিং সংকটে পড়ে দলটি যখন অনিশ্চয়তায়, তখন তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শাবিপ্রবি শাখা

মঙ্গলবার (২১ অক্টোবর) শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার এবং সেক্রেটারি মাসুদ রানা তুহিন প্রতিযোগী দলের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

ছাত্রশিবির শাবিপ্রবি শাখার সভাপতি তারেক মনোয়ার বলেন,শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গঠনমূলক কাজে আমরা সবসময় পাশে আছি। এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমাদের বিশ্ববিদ্যালয়ের দল অংশ নিচ্ছে, এটি আমাদের জন্য গর্বের বিষয়। ফান্ডের অভাবে শিক্ষার্থীরা পিছিয়ে পড়ুক, তা আমরা চাই না। সরকারের উচিত বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগে পর্যাপ্ত ফান্ডিং নিশ্চিত করা।

তিনি আরও বলেন,আমরা সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোকেও আহ্বান জানাই, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য।

‘ইকো জেনেসিস’ দলের মূল গবেষণা প্রকল্পের লক্ষ্য হচ্ছে Ultra High Performance Concrete (UHPC) উদ্ভাবন, যা প্রচলিত কংক্রিটের তুলনায় অধিক শক্তিশালী, টেকসই এবং নমনীয়। তারা তাদের উদ্ভাবনে ব্যবহার করেছে স্যানিটারি ন্যাপকিন থেকে সংগৃহীত পলিপ্রোপিলিন ফাইবার এবং স্টিল মাইক্রোফাইবার, যা প্রচলিত অ্যাগ্রিগেটের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়ে কংক্রিটের গুণগত মান বহুগুণে বৃদ্ধি করেছে।

দলের সদস্যরা হলেন ফারহানা ইসলাম প্রমা, মো. নাদির উজ জামান নাঈফ, আবু ইয়াহিয়া

তিনজনই শাবিপ্রবির সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। ধারাবাহিক উদ্ভাবনী কার্যক্রম ও প্রতিযোগিতায় সাফল্যের কারণে তারা ACI এর মূল আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় সরাসরি অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছে।

প্রসঙ্গত, ইকো জেনেসিসই হবে দক্ষিণ এশিয়ার একমাত্র দল যারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা।

এর আগে তারা ACI CUET আয়োজিত ন্যাশনাল কংক্রিট সল্যুশন প্রতিযোগিতায় জাতীয় চ্যাম্পিয়ন হয় এবং SUST Innovation Hub প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসে।