ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনকে ঘিরে বিতর্ক দিন দিন বাড়ছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন অনিয়মের অভিযোগকে ‘অস্পষ্ট ও সারবত্তাহীন’ বললেও, ছাত্রদল তা ভিত্তিহীন আখ্যা দিয়েছে।

ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ছাড়া প্রকৃত ভোটার উপস্থিতি নিরূপণ করা সম্ভব নয়। অথচ প্রশাসন বিষয়টি এড়িয়ে গিয়ে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে।

তাদের দাবি, নীলক্ষেতে ব্যালট ছাপানো, ভোটার তালিকা এজেন্টদের না দেওয়া, কেন্দ্র দখল ও ব্যালট বাক্স ছিনতাইসহ মোট ১১টি গুরুতর অনিয়ম ঘটেছে।

প্রশাসন যদিও বলছে অভিযোগগুলো নির্দিষ্ট নয়, ছাত্রদল তা মানতে নারাজ। তাদের ভাষ্য, প্রশাসনের প্রতিবেদনের উদ্দেশ্য হলো অনিয়ম আড়াল করা।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ডাকসু নির্বাচন সব সময়ই জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি। ফলে এই বিতর্কের প্রভাব দেশের মূল রাজনীতিতেও পড়তে পারে।