৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় অংশগ্রহণকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকায় যাতায়াতের সুবিধার্থে ৬টি বাসের ব্যবস্থা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন (RUAA)।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মোট ৭৩১ জন শিক্ষার্থী যাতায়াতের জন্য আবেদন করেন। তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন বিভাগ ২০০ জন শিক্ষার্থীর জন্য ৪টি বাস বরাদ্দ দেয়। বাকি শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা নিয়ে সমস্যার মুখে পড়লে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের (RUAA) কাছে সহযোগিতা চান।

এর প্রেক্ষিতে RUAA-র সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. নিজাম উদ্দিন কার্যনির্বাহী কমিটির সঙ্গে পরামর্শ করে দ্রুত সিদ্ধান্ত নেন ৬টি বাস প্রদান করার। এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও স্বস্তি ফিরে এসেছে।

RUAA সূত্রে জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে বাসগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। পরীক্ষার পরের দিন বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে বাসগুলো রাজশাহীর পথে ফিরবে।