বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে। এবারের পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী।

শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকা বোর্ডে—৬৪.৬২ শতাংশ। এরপর বরিশাল ৬২.৫৭, রাজশাহী ৫৯.৪০, দিনাজপুর ৫৭.৪৯, চট্টগ্রাম ৫২.৫৭, ময়মনসিংহ ৫১.৫৪, সিলেট ৫১.৮৬, যশোর ৫০.২০ এবং কুমিল্লায় সর্বনিম্ন ৪৮.৮৬ শতাংশ।

মাদরাসা বোর্ডে পাসের হার ৭৫.৬১ এবং কারিগরি বোর্ডে ৬২.৬৭ শতাংশ। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবারও ফল তৈরি হয়েছে বাস্তব মূল্যায়ন নীতিতে।

শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। মোবাইলে জানতে টাইপ করতে হবে,HSC <বোর্ডের প্রথম তিন অক্ষর> <রোল নম্বর> 2025
এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।