বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সারাদেশে একযোগে আলিম পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। ফলাফল পাওয়া যাচ্ছে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, প্রতিটি পরীক্ষা কেন্দ্র, প্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর সারাদেশে মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৫.৬১ শতাংশ উত্তীর্ণ হয়েছে, যা গত বছরের তুলনায় কিছুটা কম। জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪ হাজার ২৬৮ জন।

ফলাফল জানতে শিক্ষার্থীরা www.bmeb.gov.bd ওয়েবসাইটে গিয়ে “অনলাইন সেবা–১” কর্নারের “আলিম পরীক্ষা ২০২৫” অপশন থেকে জেলা ও কেন্দ্রভিত্তিক ফল দেখতে পারছেন। ব্যক্তিগত ফলাফল দেখা যাবে www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে।

এ ছাড়া মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানতে প্রি–রেজিস্ট্রেশন সুবিধাও রয়েছে। এজন্য টাইপ করতে হবেALIM MAD <রোল নম্বর> 2025 এবং পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

প্রি–রেজিস্ট্রেশন করা থাকলে ফল প্রকাশের সঙ্গে সঙ্গে ফলাফল মোবাইলে চলে আসবে। প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল দেখা যাবে eboardresults.com ওয়েবসাইটে “Institution Result” সিলেক্ট করে EIIN নম্বর ব্যবহার করে।