আগামী জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বরত পুলিশকে বডি ক্যামেরা প্রদান, ভোটকেন্দ্রগুলোতে সিসিটিভি স্থাপন এবং ড্রোনের মাধ্যমে সার্বিক পর্যবেক্ষণের চিন্তাভাবনা করছে সরকার। এ উদ্যোগের আইনগত দিক বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

প্রেস সচিব বলেন, “আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে আসন্ন নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। সেখানে নির্বাচনী পরিবেশকে স্বচ্ছ ও সুরক্ষিত রাখতে বডি ক্যামেরা, সিসিটিভি এবং ড্রোন ব্যবহারের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”

অন্য এক প্রসঙ্গে শফিকুল আলম আরও জানান, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে বাংলাদেশের নতুন কনস্যুলেট অফিস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কনস্যুলেটে যেন শুরু থেকেই পূর্ণাঙ্গ অনলাইন সেবা চালু থাকে, সে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন, কনস্যুলেট চালুর সঙ্গে সঙ্গেই যেন অনলাইন সেবা প্রদান শুরু হয়—যাতে প্রবাসীরা দ্রুত ও সহজে সেবা পেতে পারেন।”

সরকারি সূত্রে জানা গেছে, নির্বাচনে প্রযুক্তি ব্যবহারের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নিরাপত্তা ও জবাবদিহিতা নিশ্চিত করা।