শুক্রবার দুপুরে জাতীয় সংসদ ভবন এলাকায় ‘জুলাই যোদ্ধাদের’ সঙ্গে পুলিশের সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আন্দোলনকারীরা সংসদের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়।
এসময় বিক্ষুব্ধরা ট্রাক ও বাস ভাঙচুর করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর সংসদ ভবনের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিকেলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও পুরো এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।