আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এতে প্রশ্ন তোলার আর কোনো অবকাশ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সব রাজনৈতিক দলই প্রস্তুতি নিচ্ছে এবং পরিস্থিতিও বর্তমানে স্থিতিশীল।

বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, "শুধু অন্তর্র্বতী সরকার নয়, সব রাজনৈতিক দলই ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে কার্যক্রম শুরু করেছে। তাই এখানে আর সন্দেহের কোনো সুযোগ নেই।"

"ইনক্লুসিভ নির্বাচনের লক্ষ্যে কাজ করছে সরকার"

এক সাংবাদিক জানতে চান, অন্তর্র্বতী সরকার কীভাবে একটি সমন্বিত বা ইনক্লুসিভ নির্বাচন নিশ্চিত করবে? এর জবাবে সৈয়দা রিজওয়ানা বলেন,

"সরকার একটি স্বচ্ছ, অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে চায়। এজন্য নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।"

তিনি আরও বলেন, "কোন রাজনৈতিক দল অংশ নেবে বা নেবে না, তা তাদের নিজস্ব রাজনৈতিক কৌশল এবং আইনগত অবস্থানের ওপর নির্ভর করে।"

নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, "আমি নির্বাচনকালীন সরকারের ব্যাপারে কিছু শুনিনি। বর্তমানে যে অন্তর্র্বতী সরকার রয়েছে, তার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।"

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "বিচার প্রক্রিয়া চলছে। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষ হওয়ার পরই বলা যাবে কবে রায় হবে। বিচারাধীন মামলার রায় দেড় বছরের মধ্যে হওয়া অসম্ভব কিছু নয়। আমরা সেই পথেই এগোচ্ছি এবং আশাবাদী যে সময়মতো রায় হবে।"

তিনি আরও বলেন, "আমাদের বিচার ক্যালেন্ডারে এখন পর্যন্ত কোনো ব্যত্যয় ঘটেনি। সুতরাং প্রক্রিয়া অনুযায়ী বিচার শেষ হলেই রায় দেওয়া হবে।"