রাজধানীর যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা কক্সবাজার থেকে নিয়মিতভাবে ইয়াবা এনে ঢাকায় সরবরাহ করতেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানাধীন শনিরআখড়া এলাকায় গুলশান বিভাগের ডিবি-গুলশান জোনাল টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়।
গ্রেপ্তার তিনজন হলেন—
- মোছা. রোকেয়া খাতুন (৫৫)
- খাদিজা আক্তার সাথী (২৫)
- মমতাজ বেগম (৫৪)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান,বিশেষ অভিযানে গোপন সূত্রে জানা যায়, কিছু মাদক কারবারি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিরআখড়ায় অভিযান চালিয়ে তিন নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬ হাজার পিস ইয়াবা।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনজনই দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে কৌশলে ইয়াবা এনে ঢাকায় বিক্রি করে আসছিলেন। তারা একটি চক্রের হয়ে কাজ করতেন বলেও জানিয়েছে ডিবি।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।