এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি বলেন, “বিগত বছরের তুলনায় এবার নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংগঠিত।”

তিনি জানান, সারা দেশে ৩৩ হাজার পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী, র‍্যাব, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

তিনি আরও বলেন, “পূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। তাই আমরা চাই এ আয়োজন আনন্দঘন হোক।”