রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুতে জাতি শোকাহত। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহমর্মিতা জানান।
তিনি বলেন, “এই অগ্নিকাণ্ড আমাদের হৃদয়ে বেদনার চাপ ফেলেছে। নিরীহ জীবন রক্ষা করতে আমাদের অধিক সতর্ক হতে হবে।”
তিনি দুর্ঘটনার তদন্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।