পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির দ্বিতীয় সভায় ব্যাংকের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল ও ঝুঁকি নিয়ন্ত্রণে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ও বিআরডিবির মহাপরিচালক সরদার মো. কেরামত আলী। তিনি ব্যাংকের সার্বিক সাফল্য ও টেকসই প্রবৃদ্ধির জন্য ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় নুরে আলম তালুকদার, ফরহাদুল ইসলাম ভূঞাসহ পরিচালনা বোর্ডের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। তাঁরা ২০২৫–২৬ অর্থবছরের লক্ষ্য অর্জনে কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করেন।
অংশগ্রহণকারীরা বলেন, গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে পল্লী সঞ্চয় ব্যাংকের ভূমিকা অনন্য। এই সভার সিদ্ধান্তগুলো ব্যাংকের প্রবৃদ্ধি ও দেশের সামগ্রিক আর্থিক অন্তর্ভুক্তিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।