বাংলাদেশের নির্বিঘ্ন উন্নয়নশীল দেশের পথে অগ্রযাত্রা নিশ্চিত করতে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও)-এর পূর্ণ সহায়তা অপরিহার্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ডব্লিউটিও মহাপরিচালক ড. ন্গোজি অকোনজো-ইওয়েলার সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, “এলডিসি থেকে উত্তরণের পর অনেক দেশ বিশেষ বাণিজ্য সুবিধা হারিয়ে বড় ধরনের সমস্যায় পড়েছে। বাংলাদেশ যেন সেই অভিজ্ঞতার শিকার না হয়, সেজন্য ডব্লিউটিওর সক্রিয় ভূমিকা প্রয়োজন।” এ প্রসঙ্গে তিনি আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে কার্যকর সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উত্তরে মহাপরিচালক অকোনজো-ইওয়েলা বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থাকে সময়োপযোগী করতে সংস্কার জরুরি। তিনি বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “আমি চাই, সংস্কার প্রক্রিয়ায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিক।”
আলোচনায় বৈশ্বিক বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জ, সংরক্ষণবাদ, এবং বিশ্বায়নের গতি কমে যাওয়ার শঙ্কার প্রসঙ্গও উঠে আসে। অকোনজো-ইওয়েলা জানান, এখনও বিশ্বের প্রায় ৭৫ শতাংশ বাণিজ্য ডব্লিউটিওর নিয়মের আওতায় হচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার প্রতীক।
প্রধান উপদেষ্টা ইউনূসও সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, বিশ্ব অর্থনীতির পরিবর্তনশীল পরিস্থিতি মোকাবিলায় ডব্লিউটিওকে আরও গতিশীল হতে হবে। তিনি বলেন, “এখন সময় চ্যালেঞ্জ গ্রহণের। বাংলাদেশ ইতিবাচক পরিবর্তনের জন্য দৃঢ় অবস্থান নিতে প্রস্তুত।”
বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ।