চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছেন যমুনা টেলিভিশনের সাংবাদিক জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমন। রোববার (১২ অক্টোবর) দুপুরে খুলশী থানায় এ ঘটনা ঘটে।

জোবায়েদ জানান, শেখ হাসিনার নামে স্লোগান দেওয়া প্রসঙ্গে জানতে থানায় গেলে দায়িত্বরত ডিসি আমিরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে তাকে রুম থেকে বের হতে বলেন। বাইরে বের হওয়ার পর আটক দুই শিক্ষার্থীর মায়ের সঙ্গে কথা বলার সময় ডিসি আমিরুল তার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বেধড়ক মারধর করেন।

তিনি বলেন, “আমাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি মারে পুলিশ। তারা বলে, ‘তুই ফ্যাসিস্ট, আমরা তোকে না, শয়তানকে মারছি।’”
এ হামলায় সাংবাদিক জোবায়েদের চোখ ও কানে আঘাত লাগে।

ঘটনার পর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও প্রেসক্লাবের নেতারা থানায় গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবি জানান।
তবে অভিযুক্ত ডিসি কোনো মন্তব্য করতে রাজি হননি। সাংবাদিক সমাজ এ ঘটনাকে গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছে এবং দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা দাবি করেছে।