বরগুনা জেলার আগের তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। এর আগে বরগুনা জেলার আগের তিনটি সংসদীয় আসন পুনর্বহাল করতে রিট করেন ওই এলাকার বাসিন্দারা।
জানা যায়, স্বাধীনতার পর থেকে বরগুনা জেলার ছয়টি উপজেলা নিয়ে তিনটি সংসদীয় আসন ছিল—বরগুনা-১ (সদর ও বেতাগী), বরগুনা-২ (পাথরঘাটা ও বামনা) ও বরগুনা-৩ (আমতলী ও তালতলী)। তবে ২০০৮ সালের ১০ জুলাই আসন পুনর্বিন্যাস করে বরগুনাকে দুটি আসনে রূপান্তর করা হয়। নতুনভাবে বরগুনা-১ গঠিত হয় সদর, আমতলী ও তালতলী নিয়ে এবং বরগুনা-২ গঠিত হয় পাথরঘাটা, বেতাগী ও বামনা নিয়ে।
সম্প্রতি নির্বাচন কমিশন আসন সংখ্যা পুনর্বহাল না করে নতুন করে দুটি আসনের গেজেট প্রকাশ করে।