মিয়ানমারের ভেতরে উখিয়া ও ঘুমধুম সীমান্তসংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাতভর গোলাগুলির শব্দে আতঙ্কে কাটিয়েছে সীমান্তবাসী।

স্থানীয়রা জানান, রাত ১১টা থেকে ভোর পর্যন্ত তুমব্রু, বালুখালী, থাইংখালীসহ একাধিক গ্রামজুড়ে গুলির শব্দ শোনা যায়। অনেকে সারারাত ঘর থেকে বের হতে পারেননি।

৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জসিম উদ্দিন বলেন, “ওপারে সংঘর্ষের শব্দ শোনা গেছে। আমরা সতর্ক অবস্থানে আছি, সীমান্তে পরিস্থিতি বর্তমানে শান্ত।”

সূত্র জানায়, মিয়ানমারের মংডু জেলার ঢেকুবনিয়া এলাকায় রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে।

২০২৪ সালের ডিসেম্বর মাসে আরাকান আর্মি রাখাইন রাজ্যের ২৭১ কিলোমিটার সীমান্ত নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছিল। এরপর থেকেই এ এলাকায় সংঘর্ষ বেড়েছে।