দেশের সড়কপথের বাড়তি চাপ কমাতে এবার সরকার রেল ও নৌপথ নির্ভর মাল্টি-মোডাল ট্রান্সপোর্ট ব্যবস্থার দিকে নজর দিচ্ছে। রোববার (১২ অক্টোবর) রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন বলেন, “প্রধান সড়কগুলো এতটাই স্যাচুরেটেড যে এখন আর নতুন করে চাপ নেওয়ার সুযোগ নেই।”

তিনি জানান, সরকার এখন এমন একটি পরিবহন নেটওয়ার্ক গড়ে তুলতে চায়, যেখানে যাত্রী বা পণ্য রেল, বাস ও নৌপথের মধ্যে সহজে স্থানান্তরিত হতে পারবে।
“আমাদের লক্ষ্য হলো, প্রতিটি জেলায় রেল স্টেশন, বাস টার্মিনাল ও নৌবন্দরকে একত্রে সংযুক্ত করে সিমলেস ট্রানজিশন তৈরি করা,” বলেন তিনি।

তিনি আরও জানান, “আগামী ছয় থেকে আট মাসের মধ্যে ফাইনাল পরিকল্পনা চূড়ান্ত করা হবে। দীর্ঘমেয়াদে এটি দেশের ট্রাফিকের ভারসাম্য তৈরি করবে এবং ঢাকাকেন্দ্রিক চাপ কমাবে।”

অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, ডিটিসিএ নির্বাহী পরিচালক নীলিমা আখতারসহ পরিবহন খাতের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।