রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ফিউচার হাউজিং এলাকায় একটি রিকশার গ্যারেজে হামলা চালিয়ে অটোরিকশা ও নগদ চার লাখ টাকা লুটের অভিযোগ উঠেছে কথিত শ্রমিক দল নেতা ফিরোজ ওরফে কান্তা ফিরোজ-এর বিরুদ্ধে। ভুক্তভোগী মনির হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেছেন।

মনির হোসেন জানিয়েছেন, গতকাল দুপুরে কান্তা ফিরোজের নেতৃত্বে ২০–২৫ জন দেশীয় অস্ত্রসহ গ্যারেজে প্রবেশ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে আহত হন এবং তার ড্রয়ারে থাকা চার লাখ টাকা, পাঁচটি অটোরিকশা এবং তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। আহত মনির হোসেন সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এই ঘটনায় মনির হোসেন কান্তা ফিরোজকে এক নম্বর আসামি করে মোট ১৭ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

স্থানীয় সূত্র জানাচ্ছে, কান্তা ফিরোজ শ্রমিক দল নেতা পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাং পরিচালনা সহ নানা অপকর্ম করে আসছে। স্থানীয় বিএনপি নেতারাও তার দখল ও চাঁদাবাজি থেকে রক্ষা পাননি। ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মান্নান হোসেন শাহীন জানান, মোহাম্মদপুরের নির্মাণাধীন ভবনে হামলা চালিয়ে তার অফিস জোরপূর্বক দখল করা হয়।

এছাড়া বিভিন্ন অডিওতে চাঁদাবাজির প্রমাণও এসেছে। এতে দেখা গেছে, ফিরোজ নিজেকে শ্রমিক দল নেতা দাবি করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং চাঁদা না দিলে কাজ চলতে দেয়নি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মো. রফিক আহমেদ বলেন, মালিক মনির হোসেন ১৭ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলছে। যারা চাঁদা চেয়েছে তারা থানায় তথ্য দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।