২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধি ও আরও দুটি দাবিতে আন্দোলনে নেমেছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে তারা শাহবাগে অবস্থান নেন, ফলে শাহবাগ মোড়ে যানচলাচল বন্ধ হয়ে পড়ে।

শিক্ষকরা বলছেন, “দাবি মানা না হলে অবরোধ চলবেই।” তাদের তিন দফা দাবি হলো মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।

গত সোমবার থেকেই সারাদেশে এমপিওভুক্ত শিক্ষকরা পাঠদান বন্ধ রেখেছেন। কেউ স্কুলে উপস্থিত হলেও শ্রেণিকক্ষে প্রবেশ করছেন না। আন্দোলনকারীরা বলেন, সরকারের প্রস্তাবিত হার অযৌক্তিক ও অপর্যাপ্ত।

গত রবিবার পুলিশের সঙ্গে সংঘর্ষের পর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। অনেকেই খোলা আকাশের নিচে রাত কাটান। তাদের ঘোষণা—প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে।