বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশগঠনে সেনাবাহিনীর উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে। সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধের সঙ্গে তা বাস্তবায়ন করবে সেনাসদস্যরা।
রোববার (২৬ অক্টোবর) সকালে নাটোরের বাগাতিপাড়ায় কাদিরাবাদ সেনানিবাসে কোর অব ইঞ্জিনিয়ার্সের কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান ও বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, “কোর অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সেনাবাহিনীর একটি স্বনামধন্য শাখা। এই কোরের ইঞ্জিনিয়াররা দেশ ও দেশের বাইরে সেতু, সড়ক, ভবনসহ নানা অবকাঠামো নির্মাণে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে।”

তিনি আরও বলেন, দেশ ও জাতি গঠনে কোর অব ইঞ্জিনিয়ার্সের অবদান গৌরবের। সততা ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে কাজ করে এই কোর ভবিষ্যতেও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি, বিআইআইএসএসের মহাপরিচালক, ইঞ্জিনিয়ার-ইন-চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেনারেল ওয়াকার-উজ-জামান কোর অব ইঞ্জিনিয়ার্সের পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও দেশপ্রেমের প্রশংসা করে বলেন, “দেশমাতৃকার সেবায় অবদান রাখাই আমাদের গর্ব ও অঙ্গীকার।”
ইএফ/