টানা কয়েক দফা পতনের পর দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক ঘোষণায় জানিয়েছে, ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ৮ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২ হাজার ৭০৯ টাকা। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে।
বুধবার (২৯ অক্টোবর) রাতে বাজুসের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে সামান্য পরিবর্তন হলেও দেশীয় বাজারে সার্বিক পরিস্থিতি ও চাহিদা বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
পূর্বে ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৩ হাজার ৮০৯ টাকা। অর্থাৎ এক লাফে প্রায় নয় হাজার টাকার বৃদ্ধি পেলো বাজারে।
ই্এফ/