ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে এক মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল সাফল্য অর্জন করেছে। এই অভিযানে গত এক মাসে নগরজুড়ে মোট ১ লাখ ২৫ হাজার অবৈধ ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) নগরভবনে 'ব্যানার-ফেস্টুন অপসারণ কার্যক্রম' নিয়ে অনুষ্ঠিত বিভাগীয় পর্যালোচনা সভা শেষে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ এই তথ্য জানান।
প্রশাসকের মানবিক আবেদন: ডিএনসিসি প্রশাসক অবৈধ ব্যানার-ফেস্টুন ব্যবহারকারীদের প্রতি জরুরি অনুরোধ জানিয়ে বলেন, "আমরা এক মাসে প্রায় সোয়া লাখ ব্যানার ও ফেস্টুন সরিয়েছি। দয়া করে শহরটিকে আর নোংরা করবেন না। এটি আমাদের নগরকর্মীদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য এবং শ্রমসাধ্য কাজ।" তিনি আশা করেন, নগরবাসী শহরের পরিচ্ছন্নতা রক্ষায় কর্পোরেশনকে সহযোগিতা করবে।
সভায় ডিএনসিসির আওতাধীন ১০টি অঞ্চলের ৫২টি ওয়ার্ডে পরিচালিত এই অপসারণ কার্যক্রমের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরা হয়। পরিসংখ্যান অনুযায়ী, অঞ্চল-৩ থেকে সর্বাধিক ২৯,৪৪১টি ব্যানার-ফেস্টুন অপসারণ করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য সংখ্যক ব্যানার সরানো হয়েছে অঞ্চল-২ থেকে (প্রায় ২৫ হাজার), অঞ্চল-৪ থেকে (১৮ হাজার), অঞ্চল-৫ থেকে (১২ হাজার) এবং অঞ্চল-৯ থেকে (১১ হাজার)।
পোস্টার জোনের সুবিধা চালু: অবৈধ প্রচার বন্ধে কঠোর হওয়ার পাশাপাশি ডিএনসিসি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। গত মাস থেকে নগরের বিভিন্ন এলাকায় প্রায় ৩০টি স্থানে বিনামূল্যে পোস্টার লাগানোর জন্য নির্ধারিত স্থান (পোস্টার জোন) ঘোষণা করা হয়েছে। এই সুবিধা ঘোষণার পর থেকেই অবৈধভাবে স্থাপিত ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণে কর্পোরেশন একযোগে অভিযান শুরু করে। শহর পরিচ্ছন্নতার এই ব্যাপক কার্যক্রম অব্যাহত থাকবে বলে ডিএনসিসি নিশ্চিত করেছে।
ইএফ/