দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার (৬ অক্টোবর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়। এতে স্বাক্ষর করেন উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।
অফিস আদেশে বলা হয়েছে, সরকারের নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে বেসরকারি কলেজ, মাদ্রাসা ও স্কুলের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান, সহকারী প্রধান, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগ দেবে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
ফলে, নতুন নির্দেশ না আসা পর্যন্ত এসব পদে নিয়োগ কার্যক্রম স্থগিত থাকবে। মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের লক্ষ্য হলো নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও মান বজায় রাখা।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, “বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়মের অভিযোগ আসায় নিয়োগ প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে এনটিআরসিএর আওতায় আনা হচ্ছে।”