অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, বন্যপ্রাণী হত্যা রোধে প্রস্তাবিত নতুন আইন কার্যকর হলে জামিনের ব্যবস্থা থাকবে না। তিনি এই মন্তব্য করেছেন আন্তর্জাতিক মিঠাপানির ডলফিন দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদফতর আয়োজিত আলোচনা সভায়।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, দেশের ৬৪ জেলায় স্বেচ্ছাসেবী ভলেন্টিয়ার টিম গড়ে তোলা হবে, যা বন্যপ্রাণী উদ্ধার ও সুরক্ষায় দ্রুত কার্যকর ভূমিকা রাখবে। তিনি মনে করান, শুধু আইন নয়, মানুষের মনস্তাত্ত্বিক ও আচরণগত পরিবর্তনও জরুরি। “যদি মানুষ নিরীহ প্রাণীর প্রতি নিষ্ঠুর হয়, তা সমাজের মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন। এই নিষ্ঠুরতার বিরুদ্ধে সমাজকে দাঁড়াতে হবে,” বলেন তিনি।
নদী দূষণের প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, “ডলফিন নদীর সুস্থতার প্রতীক। যেখানে ডলফিন টিকে থাকে, সেখানে নদীও টিকে থাকে। নদী রক্ষা না করলে মানুষও বাঁচতে পারবে না।” তিনি যোগ করেন, ডলফিনের সংখ্যা বাড়লে বোঝা যাবে নদী রক্ষা হচ্ছে, কমলে বোঝা যাবে নদী বিপদে।
অনুষ্ঠানে প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন বন সংরক্ষক মো. ছানাউল্যা পাটওয়ারী। এছাড়া ‘গাঙ্গেয় ডলফিন সংরক্ষণ হ্যান্ডবুক’ এর মোড়ক উন্মোচন এবং ডলফিন বিষয়ক শিক্ষামূলক প্রদর্শনীর আয়োজন করা হয়।
ইএফ/