বাংলাদেশের পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা সোহেল রানা বর্তমানে আলবেনিয়ার একটি জেলখানায় বন্দি আছেন। গত নয় মাস ধরে আটক থাকা এই কর্মকর্তা এখন দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন।

আলবেনিয়ার কর্তৃপক্ষের কাছে সোহেল নিজেকে “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয় (চাচাতো ভাই)” বলে দাবি করেছেন। তিনি বলেন, রাজনৈতিক কারণে দেশে তার জীবন ঝুঁকিতে পড়েছে; ফেরত পাঠানো হলে মৃত্যুদণ্ড হতে পারে।

তবে সরকারি সূত্র বলছে, সোহেলের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ ও ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’ কেলেঙ্কারিসহ অন্তত ৯টি মামলা রয়েছে। এসব মামলার সবই দায়ের হয় শেখ হাসিনার শাসনামলেই।

২০২১ সালে মামলা হওয়ার পর তিনি দেশ ছাড়েন। ভারত হয়ে নেপালে পালানোর সময় পশ্চিমবঙ্গে ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে পর্তুগাল হয়ে আলবেনিয়ায় গা ঢাকা দেন। ২০২২ সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। অবশেষে চলতি বছরের ১ ফেব্রুয়ারি আলবেনিয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ পুলিশের মুখপাত্র এএইচএম শাহাদাত হোসাইন বলেন, “সোহেল রানা বর্তমানে আলবেনিয়ার কারাগারে আছেন। তাকে দেশে ফেরাতে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি)-এর মাধ্যমে একাধিকবার অনুরোধ পাঠানো হলেও এখনও কোনও সাড়া মেলেনি।”

সোহেল রানা ছিলেন ই-অরেঞ্জ নামের অনলাইন শপিং প্ল্যাটফর্মের অন্যতম পৃষ্ঠপোষক। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রাহকদের কাছ থেকে প্রায় ১,১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। এদিকে আলবেনিয়ায় তার আশ্রয়ের আবেদন নিয়ে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ এখন তদন্ত করছে।

ইএফ/