বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
রবিবার (৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বড় খোচাবাড়ী এলাকায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘটনা ঘটে। সভার একপর্যায়ে তিনি দুর্বলতা ও মাথা ঘোরা অনুভব করেন। পরে উপস্থিত নেতাকর্মীদের অনুমতি নিয়ে চেয়ারে বসে বক্তব্য শেষ করেন তিনি।
সভায় উপস্থিত নেতাকর্মীরা জানান, বক্তব্যের একপর্যায়ে মহাসচিবের কণ্ঠ আটকে যায় এবং তিনি কাঁপতে থাকেন। এ সময় তিনি পাশে থাকা নেতাকর্মীদের তাকে ধরতে বলেন ও জানান, “একটু মাথা ঘুরছে।” কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, “কিছু হয়নি, আমি ভালো আছি।” এরপর চেয়ারে বসে বক্তব্য শেষ করেন তিনি।
স্থানীয় বিএনপি নেতা মোকলেসুর রহমান বলেন, “মহাসচিব অসুস্থ বোধ করলেও যে দৃঢ়তায় বক্তব্য শেষ করেছেন, তা তার নেতৃত্বের প্রমাণ। আমরা সবাই ওনার সুস্থতা কামনা করছি।”
তিনি আরও বলেন, “এটাই মহাসচিবের রাজনৈতিক চরিত্র—দলের জন্য তিনি নিজের শারীরিক অবস্থা ভুলে যান। তার এই দৃঢ়তা আমাদের নতুন করে অনুপ্রেরণা দিয়েছে। আমরা ভেবেছিলাম তিনি হয়তো বক্তব্য শেষ করার আগে একটু বিশ্রাম নেবেন, কিন্তু তিনি হাত তুলে বললেন ‘আমি ভালো আছি’। এই দৃশ্য দেখে আমরা আবেগী হয়ে পড়েছিলাম।”