ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা আজ সোমবার (২৭ অক্টোবর) প্রকাশ করছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কার্যক্রমও এই সপ্তাহের মধ্যেই শেষ করার ঘোষণা দিয়েছে কমিশন।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, “নতুন রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়ায় মাঠ পর্যায় থেকে কিছু অতিরিক্ত তথ্য আসছে, যা পর্যালোচনায় রয়েছে। এই সপ্তাহের মধ্যেই কাজ শেষ করে নিবন্ধন দেওয়া হবে। কারণ, আমাদেরও দায় ও সময়সীমা রয়েছে।”
জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “প্রতীকের ব্যাপারটি পরে জানানো হবে।”
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপের অগ্রগতি প্রসঙ্গে ইসি সচিব বলেন, “সবকিছু শতভাগ সম্পন্ন করা সম্ভব নয়। কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট করতে হয়েছে, কিছু আগেই শেষ করেছি, আবার কিছু বিষয়ে অপেক্ষা করতে হচ্ছে। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে রয়েছে।”
তিনি আরও বলেন, “এখন আতঙ্কিত হওয়ার মতো কোনো কারণ নেই। সময় ও পরিস্থিতি অনুযায়ী কাজ এগোচ্ছে।”
অন্যদিকে শনিবার রাতে নির্বাচন ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হবে কিনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, “পুলিশ অভিযুক্তকে আটক করেছে। ঘটনাটি বাইরে ঘটেছে। প্রয়োজনে ইসি মামলা করবে।”
ইএফ/