জুলাই মঞ্চের আহ্বায়ক আরিফুল ইসলাম বলেন, প্রশাসন শুধুমাত্র এনজিওকর্মী দিয়ে পরিচালিত হতে পারে না কার্যকর সরকার চালাতে রাজনীতিকের নেতৃত্ব অপরিহার্য। তিনি আরও দাবি করেন, উপদেষ্টারা সিদ্ধান্ত নিলেও কাগজে-কলমে তা আমলা চক্র ঘুরিয়ে দেয়, ফলে বাস্তবিক পরিবর্তন আসে না।

রোববার (২ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরিফুল এসব কথা বলেন। সম্মেলনের আয়োজন ছিল অভিযুক্ত ৪৪ জন সচিব ও ৯৫ জন ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তারপূর্বক বিচারের দাবিতে; পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের ‘ফ্যাসিস্ট আমলা চক্র’কে অপসারণ করতে জোর দাবি করা হয়।

আরিফুল বলেন, গত দেওয়া ৪৪ জন সচিবের তালিকা থেকে এখন পর্যন্ত কেবলমাত্র পাঁচজনকে অপসারণ করা হয়েছে; বাকি ৩৯ জনসহ অন্য ফ্যাসিবাদী আমলাদের অপসারণ না হলে তারা আগামী নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে এমনটাই তাদের আশংকা। আমরা মনে করি, এই আমলারা আগামী নির্বাচনও বিদেশি স্বার্থে চালাবে, তিনি মন্তব্য করেন।

তিনি আরো অভিযোগ করেন, সচিবালয়ে প্রায় ৯০ শতাংশ উচ্চপদস্থ কর্মকর্তা বর্তমান শাসক দলের সমর্থক এবং তাদের একতা প্রবল; যার ফলে রাজনীতিকদের উদ্যোগ কার্যকরভাবে রূপায়িত করা কঠিন হয়ে পড়ছে। আরিফুল বলেন, উপদেষ্টারা অভিজ্ঞতাহীন কিংবা অসহায় হলেও, তাদের সিদ্ধান্তই কাজে লাগতে দিতেই হবে কিন্তু আমলা চক্র তা উলটায়।

সংবাদ সম্মেলনে তিনি একাধিক রাজনৈতিক দাবি ও পরিকল্পনার কথাও উল্লেখ করেন। পাশাপাশি তিনি সেফ-এক্সিট নিয়ে এবং সাতই নভেম্বরের ঐতিহাসিক ঘটনাবলীর প্রসঙ্গ টেনে দলের গতিপথ ও ঐতিহ্যের কথা বলেন।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হাসিবুল ইসলাম তন্ময়, তাহসান ইসলাম, রাব্বি তালুকদার ও ওয়ালিদ বিন তালুকদার প্রমুখ রাজনৈতিক কর্মী ও সমর্থক।

উল্লেখ্য, অনুষ্ঠিত দাবি–দাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশাসন বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। না থাকলে তাদের বক্তব্য সাংবাদিকদের কাছে জানতে চাওয়া হবে।