সুন্দরবনের হিরণপয়েন্ট সংলগ্ন খালে ভয়াবহ দুর্ঘটনায় ডুবে যাওয়া একটি লাইটার জাহাজ থেকে দুই শ্রমিককে অলৌকিকভাবে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। শুক্রবার (৩ অক্টোবর) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে এই উদ্ধার অভিযান চালানো হয়।

৯৯৯ কার্যক্রমের জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, দুর্ঘটনার সময় নুর হোসেন নামে এক শ্রমিক ফোনে জানায়, তিনি এবং আরেক সহকর্মী এমভি সাফিন নামের লাইটার জাহাজে ড্রেজার মেশিন নিয়ে খননকাজ করছিলেন। হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে জাহাজ একপাশে কাত হয়ে যায় এবং ভারী ড্রেজার মেশিন পানিতে তলিয়ে যায়।

প্রথমে শ্রমিকরা কাছের একটি চরে আশ্রয় নেন। কিন্তু জোয়ারের পানিতে চর ডুবে গেলে তারা মরিয়া হয়ে একটি বড় গাছের ডালে উঠে বেঁচে থাকার চেষ্টা চালান। এ সময় নুর হোসেন ৯৯৯-এ ফোন করে উদ্ধারের আবেদন জানান। খবর পেয়ে কোস্টগার্ড ও নৌবাহিনীর নিয়ন্ত্রণকক্ষ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায়। পরে তাদের জীবিত উদ্ধার করে নিরাপদ স্থানে নেওয়া হয়।

আনোয়ার সাত্তার জানান, ইতোমধ্যে জাহাজের মালিকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে ডুবে যাওয়া লাইটার জাহাজটি উদ্ধারের ব্যবস্থা নেওয়া হবে।